চট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত দুইজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের একজন ৪২ বছর বয়সী পুরুষ এবং অন্যজন একজন নারী।
সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি ল্যাবে পরীক্ষার মাধ্যমে তাদের শরীরে জিকা ভাইরাসের প্রাথমিক উপস্থিতি ধরা পড়ে।
চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, “আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা ও ত্বক লাল হওয়া উপসর্গ দেখা গেছে। নারীর ক্ষেত্রে জ্বর, হাত-পায়ের ব্যথা ও ফুলে যাওয়ার মতো উপসর্গ ছিল। এ কারণে তারা নগরের এপিক হেলথ কেয়ারে পরীক্ষা করান।”
তবে তিনি সতর্ক করে বলেন, “কম্বাইন কিটের মাধ্যমে শনাক্ত হওয়ায়—যা একাধিক ভাইরাস সনাক্তে ব্যবহৃত হয়—চূড়ান্ত নিশ্চিতকরণে আরও কিছু নির্ভরযোগ্য পরীক্ষা প্রয়োজন।”
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “রোগীদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আজ (মঙ্গলবার) থেকে তাদের চিকিৎসা ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।”
জিকা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চিকিৎসকরা জানিয়েছেন, এটি উপসর্গভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়। জ্বর, ব্যথা হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং সজাগ থাকা প্রয়োজন।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র বলছে—
প্রায় ৮০% রোগীর উপসর্গ থাকে না।
বাকিদের মধ্যে র্যাশ, চোখ লাল হওয়া, মাথাব্যথা, গিঁটে ব্যথা ও পেশিতে ব্যথা দেখা দিতে পারে।
সাধারণত ৩ থেকে ১২ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় এবং ২ থেকে ৭ দিন স্থায়ী হয়।
২০১৪ সালে বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়েছিল। তবে চট্টগ্রামে এবারই প্রথম এটি পাওয়া গেল। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য বিভাগ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা জোরদার করার আহ্বান জানিয়েছে।
৮ জুলাই, ২০২৫
চট্টগ্রামের পাহাড়তলী বাজার সংলগ্ন বিভিন্ন চালের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে একটি নিয়মিত তদারকি টিম। এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তদারকিকালে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এ...
৮ জুলাই, ২০২৫
৮ জুলাই, ২০২৫
৮ জুলাই, ২০২৫
৮ জুলাই, ২০২৫
৮ জুলাই, ২০২৫
৮ জুলাই, ২০২৫
চট্টগ্রামের পাহাড়তলী বাজার সংলগ্ন বিভিন্ন চালের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে একটি নিয়মিত তদারকি টিম। এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লক...