চট্টগ্রামের কোতোয়ালি থানার জামালখানে অবস্থিত ইউরেকা নামের একটি বহুতল ভবনে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট এই আগুনে ভবনটির একটি ফ্ল্যাটের কয়েকটি কক্ষ পুড়ে গেলেও, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ভবনে আগুনের সূত্রপাত বলে জানা যায়।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে জামালখানের ইউরেকা ভবনে আগুন লাগে। ৯ তলা ভবনের অষ্টম তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। দ্রুতই ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। প্রাথমিকভাবে বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আশেপাশের ভবনেও আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। লিজা আক্তার নামে এক বাসিন্দা জানান, "আগুন লাগার পর চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল। আমরা ভবনে যারা ছিলাম, সবাই হুড়োহুড়ি করে নেমে যাই। আমাদের খুব ভয় লাগছিল। অতি জরুরি জিনিসপত্রও নামিয়ে ফেলেছি।"
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ইউরেকা ভবনের অষ্টম তলায় আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করলেও, পরে মোট তিনটি স্টেশনের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।