চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো— মো. ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকিব (২০), মো. সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) ও নোয়েল ডায়েস (২৪)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, সোমবার (১৮ আগস্ট) ভোরে অটোরিকশাচালক মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান। যাত্রীকে নামিয়ে ভাড়া নেয়ার সময় কয়েকজন যাত্রীবেশে এসে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা, নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যে পাথরঘাটা এলাকার গঙ্গাবাড়ি আবাসিক এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জ...