শপথ নিলেন চাকসুর নব-নির্বাচিত প্রতিনিধিরা, ছিলেন না আকাশ দাস

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩ অক্টোবর, ২০২৫

শপথ নিলেন চাকসুর নব-নির্বাচিত প্রতিনিধিরা, ছিলেন না আকাশ দাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এ নির্বাচিত প্রতিনিধিবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চাকসুর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন ও চাকসুর সাবেক ভিপি ও জিএসগণ।

এসময় উপস্থিত ছিলেন চাকসু, হল ও হোস্টেল সংসদের নির্বাচিত সদস্যগণ। তবে কার্যনির্বাহী সদস্য আকাশ দাসকে এই প্রোগ্রামে উপস্থিত থাকতে দেখা যায় নি।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরক্যাম্পাস