রাঙ্গুনিয়ায় ভিডিপির প্রশিক্ষণ উপলক্ষে মতবিনিময় সভা
রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন আনসার ভিডিপি পুরুষ ও মহিলাদের নিয়ে মৌলিক প্রশিক্ষণ ২০২৫-২৬ অর্থবছর (২য় ধাপ) পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম এর উপ-মহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান বিপিএম.
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আনসার ভিডিপি প্রধান শামিমা আক্তার, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য ও সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসেন।
এছাড়াও সরফভাটা ইউনিয়ন ভিডিপির পুরুষ লিডার জসীম উদ্দিন,মহিলা লিডার সেলিনা আকতার শিরীন মেম্বার সহ আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, প্রান্তিক পর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বাহিনীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করায় এ মতবিনিময়ের লক্ষ্য বলে জানান তিনি।
১০ দিনব্যাপী এবারের প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন ৮৪ জন প্রশিক্ষণার্থী। এর মধ্যে ৪২ জন পুরুষ ও ৪২ জন মহিলা।
সিটিজিপোস্ট/ এসএইচএস



.png&w=3840&q=75)
