হাত পায়ের রগ কাটা অবস্থায় চবি শিক্ষার্থী শামীমের লাশ উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২০ অক্টোবর, ২০২৫

হাত পায়ের রগ কাটা অবস্থায় চবি শিক্ষার্থী শামীমের লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশনের ( সিউসিবিএ) ২৬ তম ব্যাচের ২য় সেমিস্টারের শিক্ষার্থী শামীম মাসুদ খানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) বিকাল তিনটায় নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার আউটার রিং রোড সংলগ্ন কাশবনের ভেতর থেকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাই নাঈম আহমেদের সূত্রে জানাযায়, শামীমের বাড়ি বরিশালে হলেও তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের বড়পোল বন্দর আবাসিকে বসবাস করতেন। চবির অধীন সান্ধ্যকালীন কোর্স করতেন।

নাঈম আহমেদ জানান, গতকাল তার লাশ উদ্ধার হয়েছে, এরপর ময়নাতদন্ত ও পুলিশি ঝট ঝামেলা শেষ করে এখন গ্রামের বাড়ি বরিশালের উদ্যেশ্যে যাত্রা করছি। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

তিনি আরো জানান, তার গায়ে আঘাতের চিহ্ন আছে এবং হাত পায়ের কব্জিতে কাটা দাগের চিহ্ন আছে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরক্যাম্পাস