রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে আটক করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, শহীদ খানসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁদের মধ্যে পাঁচজন ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।
তবে বার্তায় কোথায় এবং কখন তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
ডিবির রমনা বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, রোববার রাতে রাজধানীর বোরাক টাওয়ার থেকে শহীদ খানকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঝটিকা মিছিলের মাধ্যমে রাজধানীতে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় এই অভিযান চালানো হয়। এ সময় শহীদ খানসহ ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান।
সিটিজি পোস্ট /এমসি
১৩ সেপ্টেম্বর, ২০২৫
মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১২-০৯-২০২৫) দিবাগত রাত নৌবাহিনী ও পুলিশ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড অভিযান পরিচালনা করে। অভিযানে চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদ ও তার স্ত্...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১২-০৯-২০২৫) দিবাগত রাত নৌবাহিনী ও পুলিশ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্...