বর্ষা মৌসুমে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়ার প্রভাব বেশি—এমন মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “প্রতিটি হটস্পট ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনে আমি নিজেই প্রতিটি জোনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করব।”
রোববার (২৭ জুলাই) সকালে কানাডা সফর শেষে টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মেয়র জানান, “ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় চসিক ১০০ দিনের একটি বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে, যা আগামী তিন মাস চলবে।”
তিনি বলেন, “মাত্র ১-২ মিলিলিটার পানিতেই এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই বাসাবাড়িতে পানি জমে থাকা যেকোনো স্থান—ডাবের খোসা, টায়ার, টব কিংবা এসির নিচে—নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।”