অভিযানে ৬ জন কোরিয়ান নাগরিক, ৩৪ জন স্বেচ্ছাসেবক এবং পরিবেশ অধিদপ্তরের ২০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র সিআরবি পাহাড়ে প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় ও কোরিয়ান ছাত্র সংগঠন ASEZ (Save the Earth from A to Z)। অভিযানে ৬ জন কোরিয়ান নাগরিক, ৩৪ জন স্বেচ্ছাসেবক এবং পরিবেশ অধিদপ্তরের ২০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
প্রায় ৮০ বস্তা প্লাস্টিক বর্জ্য (পলিথিন, চিপস প্যাকেট, প্লাস্টিক মোড়ক ইত্যাদি) অপসারণ করে তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের গাড়ির মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।
পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এমন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানান অধিদপ্তরের পরিচালক মিজ সোনিয়া সুলতানা।
আগামী শুক্রবার পতেঙ্গা সমুদ্র সৈকতে একই ধরনের অভিযানের ঘোষণা দিয়েছেন সহকারী পরিচালক মুক্তাদির হাসান।