আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঘটছে ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসায় পৃথিবীর কিছু অঞ্চলে আংশিকভাবে সূর্য আড়াল হয়ে যাবে।
বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে না। তবে টেলিভিশনের মাধ্যমে এটি উপভোগ করা সম্ভব হবে। মূলত অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপ থেকে স্পষ্টভাবে সূর্যগ্রহণ দেখা যাবে।
বাংলাদেশ সময় রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পুরো প্রক্রিয়া প্রায় চার ঘণ্টা স্থায়ী হবে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সূর্যগ্রহণের সময় সরাসরি খালি চোখে কিংবা সাধারণ সানগ্লাস ব্যবহার করে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। এতে সোলার রেটিনোপ্যাথি নামের জটিলতায় চোখের স্থায়ী ক্ষতি বা অন্ধত্ব পর্যন্ত হতে পারে।