বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের বান্দরবানের রুমা উপজেলায় মায়ানমার সীমান্তসংলগ্ন রেমাক্রি প্রাংশা ইউনিয়নের রেত ত্লাং পাহাড়ি এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম সেনাবাহিনীর রুমা ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে আসা হয়। সেনাবাহিনী জানায়, এর আগে রুমার দুর্গম এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমন ও কেএনএফ সদস্যদের ধরতে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সীমান্তসংলগ্ন দুর্গম রেতত্লাং রেঞ্জ এলাকায় সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালালে কেএনএফ এর সশস্ত্র সদস্যরা মায়ানমারের ভেতরে গা ঢাকা দেয়। পরে আস্তানা থেকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও কৌশলগত স্থাপনাও দখলে নেয় সেনারা।
অভিযানের বিষয়টি আইএসপিআরও নিশ্চিত করেছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে বম সম্প্রদায়ের কিছু বিপথগামী যুবক কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের এই সশস্ত্র সংগঠনটি গড়ে তোলে। সংগঠনটির বিরুদ্ধে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ, হত্যা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। ২০২৩ সালে তারা রুমা ও থানচি উপজেলার দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুট করে। বর্তমানে কেএনএফ দমনে পাহাড়ে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
.jpg&w=3840&q=75)



