চবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৯ অক্টোবর, ২০২৫

চবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গন থেকে এই কর্মসূচি শুরু হয়।

‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও’ 'জাগো বাহে কোনঠে সবাই' এই স্লোগানে কর্মসূচিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা একটি মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের কাটাপাহাড় সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়ে শেষ করে।

এসময় চাকসু নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাকসুর নব নির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব এ সময় বলেন, ‘‘আজকের মশাল মিছিলে আমি সংহতি প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই অতি শীঘ্রই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ প্রকাশ করতে হবে। এবং এটা বাস্তবায়ন করতে যত জনশক্তি লাগে দেশের জনগণের থেকে নিতে হবে এবং তাদের অন্যতমানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’’

আয়োজকরা জানান, ‘‘দেশের উত্তরাঞ্চলের জনজীবন, কৃষি ও পরিবেশ বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে নদীটি শুকিয়ে যাচ্ছে, ফলে লক্ষাধিক মানুষ জীবিকা হারানোর মুখে পড়েছে।’’

সাবেক সমন্বয়ক রাসেল আহমেদ জানান, ‘‘তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের জীবনরেখা। তাই এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ছাড়া অঞ্চলের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ‘আমরা চাই সরকার অতি দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নিক।’’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও। তাঁরা বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও পানির ন্যায্য হিস্যার প্রশ্ন।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরক্যাম্পাস