চট্টগ্রাম রেল স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন বসানো হলেও গত আড়াই মাস ধরে এটি কার্যক্রমে আসেনি। যাত্রীরা বলছেন, দেশের গুরুত্বপূর্ণ তিনটি রেল স্টেশনে—ঢাকা কমলাপুর, চট্টগ্রাম ও কক্সবাজার—যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই মেশিন বসানো হলেও এর সুফল কার্যকর হচ্ছে না।
গত জুন মাসে তিনটি স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়। কক্সবাজার স্টেশনে মেশিনটি বর্তমানে চালু থাকলেও চট্টগ্রাম ও ঢাকা কমলাপুর স্টেশনে এখনও কার্যক্রম শুরু হয়নি। চট্টগ্রাম স্টেশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুধুমাত্র একদিন স্টেশন কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশিক্ষণ এখনও সম্পন্ন হয়নি।
চট্টগ্রাম রেল স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা ইন্সপেক্টর আমান উল্লাহ আমান জানান, “যদি প্রশিক্ষণ দেওয়া সম্পন্ন হত, মেশিন চালু করা যেত। সরবরাহকারীরা একদিন এসেছেন এবং প্রশিক্ষণ দিয়েছেন। পরবর্তীতে আবার আসার কথা ছিল, তারা এখনও আসেননি।”
স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন,মেশিনটি যে স্থানে ইনস্টল করা হয়েছে সেখানে সেফটি ব্যারিকেড তৈরি হবে। অফিসিয়ালি এখনো মেশিন চালু করা যায়নি।
কক্সবাজার রেল স্টেশনের ম্যানেজার গোলাম রাব্বানী বলেন,আমাদের স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন বর্তমানে চালু রয়েছে। কয়েকদিন বন্ধ থাকলেও এখন পূর্ণ কার্যক্রমে চলছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, রেলযোগে মাদক ও চোরাচালান রোধ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই মেশিনগুলো বসানো হয়েছে। এগুলো মূলত অবৈধ মালামাল, বিশেষ করে মাদক পরিবহন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জ...