জুলাই গণ–অভ্যুত্থানের নাম বিক্রি করে কেউ অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি, বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা জুলাইয়ের নাম ব্যবহার করে কেউ যদি অসাধু কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এমন অনিয়ম বন্ধ করা সম্ভব বলেও মনে করেন তিনি।
শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।
চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, শুধুমাত্র বৈষম্যবিরোধী আন্দোলন নয়, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা-কর্মীও চাঁদাবাজিতে যুক্ত হয়েছেন। এসব কর্মকাণ্ড রোধে সরকারকে কঠোর হতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করাই এখন জনগণের প্রধান আকাঙ্ক্ষা।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে প্রাপ্তি বিষয়ে তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের আশা করা হয়েছিল, তা এখনো পূর্ণতা পায়নি। অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্ব বেশি ছিল, কারণ সব ক্ষমতা এখন তাদের হাতেই। জুলাই সনদের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষার কিছুটা পূরণ সম্ভব।
তিনি জানান, ৩ আগস্ট (রোববার) ঐতিহাসিক দিন হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে এনসিপি। কারণ, ওই দিনই এক দফা দাবি (সরকার পদত্যাগ ও ফ্যাসিবাদবিরোধী ব্যবস্থা বিলোপ) উত্থাপিত হয়েছিল। তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে এনসিপি ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবে এবং চেষ্টা থাকবে যাতে জনদুর্ভোগ না হয়।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচি সরিয়ে নেওয়ার জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানাই। একই দিনে দুটি বড় কর্মসূচি ও এইচএসসি পরীক্ষা থাকায় ঢাকা শহরে সম্ভাব্য যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ করছি।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২ আগস্ট, ২০২৫
২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থানের’ প্রথম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।২ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।বিবৃতিতে তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার...
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থানের’ প্রথম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।২ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ...