রাউজানে বিএনপি নেতা আব্দুল হাকিম হত্যার বিচারের দাবীতে ছাত্রদলের মশাল মিছিল

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১ অক্টোবর, ২০২৫

রাউজানে বিএনপি নেতা আব্দুল হাকিম হত্যার বিচারের দাবীতে ছাত্রদলের মশাল মিছিল

রাউজান উপজেলা গিয়াস কাদেরের অনুসারী বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল হাকিম চৌধুরীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় রাউজান উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা পথেরহাটে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

পথেরহাট দলীয় কার্যালয়ের সম্মুখ হতে মশাল মিছিলটি বের হয়। মিছিলটা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পথেরহাটের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় চত্বরে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাইফুল আজম ছোটন’র সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. তসলিম উদ্দিন ইমন।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. জনি, উপজেলা ছাত্রদল নেতা বাপ্পা কুমার দাশ, মো. পারভেজ আলম, মো. শাহ নেওয়াজ, মো. ইমন, মো. আব্দুল কাদের ও মো. আরফাত নয়ন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মহিনুল ইসলাম পিংকু, রাউজান উপজেলা তরুন দলের সভাপতি মো. রুমান, মো. নঈম, মো. ফোরকান, মো. সোহেল খান, মো. ওসমান, মো. কবির হোসেন হৃদয়সহ জেলা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল ও তরুণ দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫ টার দিকে রাউজান উপজেলার ব্রাহ্মণহাটের নিজ খামার হতে নগরী বাসায় ফেরার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট ব্রীজের হাটহাজারী অংশে তার চলন্ত কারে অস্ত্রধারী দূর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে গুলি করে আব্দুল হাকিম চৌধুরী (৫০)'র মৃত্যু নিশ্চিত করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার রহস্য এখনও পুলিশ উদঘাটন করতে পারে নি। হত্যাকাণ্ডের ৫৩ ঘন্টার পর নিহতের স্ত্রী তাসফিয়া আলম তানজু বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর