চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সময়ের কণ্ঠস্বর ও দৈনিক সময়ের আলো’র বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বেলালের অভিযোগ, নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি সংবাদ করার কথা বলে ডেকে এনে রাসেল চৌধুরীসহ কয়েকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং ১০ হাজার টাকা ছিনতাই করা হয়।
এই হামলার পেছনে ৪ জুলাইয়ের একটি প্রতিবেদনকে দায়ী করছেন বেলাল, যেখানে বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর মালিকানাধীন ড্রেজারের নাম উঠে আসে। হামলাকারীরা রেজাউল হকের নাম উল্লেখ করে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাঁশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, নিজাম উদ্দিন ও রেজাউল হকের অনুসারী মোহাম্মদ নুরুন্নবী। তবে নুরুন্নবী দাবি করেন, বেলাল “আওয়ামী লীগের দোসর”, যদিও এর প্রমাণ দেখাতে পারেননি।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে রেজাউল হক চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইনে বেলালের বিরুদ্ধে মামলা করেন, যা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রত্যাহার করা হয়।
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জ...