বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.) আজ শুক্রবার (১০ অক্টোবর, ২০২৫) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ নৌবাহিনী এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তরের মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান। ১৯৭৩ সালের ১ জুন তিনি সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আধুনিকায়নের নতুন দিগন্তে প্রবেশ করে। দেশপ্রেম, পেশাদারিত্ব ও প্রাজ্ঞ নেতৃত্বের মাধ্যমে তিনি নৌবাহিনীর অগ্রযাত্রায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিটিজিপোস্ট/জাউ
২২ অক্টোবর, ২০২৫
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গুম-অপহরণ ও হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বুধবার (২২ অক্টোবর) সকালে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্...
২১ অক্টোবর, ২০২৫
২১ অক্টোবর, ২০২৫
২১ অক্টোবর, ২০২৫
২১ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গুম-অপহরণ ও হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বুধবার (২২ অক্টোবর) সকালে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারে...