জুলাইয়ের পক্ষ নেওয়ায় দৈনিক জনকণ্ঠ থেকে ২০ সাংবাদিক ও কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে পত্রিকাটির সব বিভাগে কর্মবিরতি পালন করছেন বাকি সাংবাদিক ও কর্মচারীরা। চাকরিচ্যুতদের বিরুদ্ধে কোনো কারণ না দেখিয়েই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে অব্যাহতির নোটিশ দেওয়ার পর থেকে পত্রিকার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। জনকণ্ঠের সাংবাদিকদের দাবি, চাকরিচ্যুতির যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত পত্রিকার কার্যক্রম বন্ধ থাকবে।
অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির, অ্যাডভাইজার (অনলাইন) সাবরিনা বিনতে আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফরায়েজী, অনলাইন চিফ ফুয়াদ হাসান, ডিজিটাল প্রধান নুরুজ্জামান, সিনিয়র রিপোর্টার আবদুর রহিম এবং সিকিউরিটি ইনচার্জ জাহাঙ্গীর আহমেদ।
সূত্র জানায়, ১ আগস্ট দিবাগত রাত ১২টার পর জনকণ্ঠ সম্পাদক শামীমা এ খান আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পত্রিকার অনলাইন ও ফেসবুক পেজে সব ফটো কার্ড ও কাভার কালো রঙে পরিবর্তনের নির্দেশ দেন। এ নির্দেশনার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানান অন্তত ৫০ জন সাংবাদিক-কর্মচারী। পরদিন ২০ জনকে অব্যাহতি দেওয়া হয়।
পত্রিকার অ্যাডভাইজার (অনলাইন) সাবরিনা বিনতে আহমেদ বলেন, “কী কারণে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তা জানানো হয়নি। আমরা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফরায়েজী জানান, “অব্যাহতির সুনির্দিষ্ট কারণ না জানানো পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ থাকবে।”
প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির বলেন, “আমি ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এই পত্রিকায় যুক্ত হই। এরপর থেকে রিপোর্টিং ও অনলাইন বিভাগে কিছু রহস্যজনক বিদেশি নম্বর থেকে নির্দেশনা আসতে দেখি, যেগুলোর পরিচয় অজানা। ওই নম্বরগুলো থেকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে নিয়মিত নির্দেশনা দেওয়া হয়। আমরা সরকারের কাছে দাবি জানাই, এদের পরিচয় খুঁজে বের করা হোক।”
সিনিয়র রিপোর্টার আবদুর রহিম বলেন, “সম্পাদক নিজে রাত ১২টার পর আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে মিল রেখে ফেসবুক ও অনলাইন রঙ কালো করতে বলেন। আমি বিষয়টি নিয়ে বিকেল ৫টায় সম্পাদককে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, কালো রঙ থাকবেই, প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে।”
চাকরিচ্যুত সাংবাদিকরা একে ‘স্বেচ্ছাচারী’ ও ‘অনৈতিক সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় জনকণ্ঠে অস্থিরতা দেখা দিয়েছে এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২ আগস্ট, ২০২৫
২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থানের’ প্রথম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।২ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।বিবৃতিতে তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার...
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২ আগস্ট, ২০২৫
২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থানের’ প্রথম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।২ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ...