রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের তিনটি স্থানে পাহাড় ধসের ঘটনায় সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে অন্তত চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে ভারী বর্ষণের ফলে নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, “সড়কের তিনটি জায়গায় বড় বড় পাথর ও গাছপালা পড়ে রয়েছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় সড়ক পরিষ্কারে কাজ করছেন।”
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, “পাহাড় ধসের কারণে সড়কের তিনটি অংশে মাটি পড়ে রয়েছে। উদ্ধার কাজ চলছে। সড়ক স্বাভাবিক করতে আরও এক ঘণ্টার মতো সময় লাগতে পারে।”
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাজেকেই অবস্থান করতে হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে।
এদিকে, প্রতিনিয়ত বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় পর্যটকদের সতর্ক থাকতে অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন।
সিটিজিপোস্ট/আরকে