বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়
চট্টগ্রাম বন্দর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ আগস্ট, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন: ভোলা জেলার নুর মোহাম্মদ বেপারীর ছেলে মো. জসিম (৩৩), আনোয়ারার গুনদীপপাড়ার মৃত বদিউল আলমের ছেলে মো. ইলিয়াছ ওরফে লেদু (৩৫) এবং বন্দর এলাকার আক্তার আহম্মদের ছেলে আরমান হোসেন ওরফে তুষার (২৮)।
উক্ত অভিযানে তাদের কাছ থেকে একটি ধারালো দা ও পাঁচটি লোহার রড উদ্ধার করে পুলিশ।
এই বিষয়ে ওসি আফতাব উদ্দিন বলেন, "তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জ...