বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে 'কুরুচিপূর্ণ' বক্তব্য প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি।
শনিবার রাতে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর সই করা এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, "সালাহউদ্দিন আহমদ হলেন মাটি ও মানুষের নেতা, যিনি মনের ভাষা বুঝে রাজনীতির পাঠ নিয়েছেন। ছোট থেকে বৃদ্ধ যেকোনো বয়সী মানুষ যাঁর জন্য আকুল হয়ে থাকেন। আর সেই মানুষের নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" সালাহউদ্দিন আহমদের মতো জাতীয় নেতাকে নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। এটা রাজনীতির জন্য অকল্যাণকর।"
তারা আরও বলেন, "এ ধরণের মিথ্যা, বানোয়াট ও শিষ্ঠাচার বর্জিত বক্তব্য জাতির ঐকবদ্ধ অগ্রযাত্রায় ফাটল ধরাতে সহায়তা করবে। যা কোন ভাবেই কাম্য নয়।
উল্লেখ্য, আজ দুপুরে কক্সবাজারে এক পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ হিসেবে আখ্যায়িত করেন। তার বক্তব্যের পরপরই কক্সবাজার জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিএনপি নেতারা এ বক্তব্য প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য এনসিপি ও নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের আর্থিক খাতকে আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে আটটি সুপারিশ করা হয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পর্যালোচনার সময়কালে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত সরকারের পরিবর্তে একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার (আইজি) দায়িত্ব গ...
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের আর্থিক খাতকে আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে আটটি সুপারিশ করা হয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পর্যালোচনার সময়ক...