বন্দর নিয়ে সিদ্ধান্ত নেয়ার আগে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করতে হবে : জোনায়েদ সাকি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮/৬/২০২৫, ১২:৪৬:৫৯ PM

বন্দর নিয়ে সিদ্ধান্ত নেয়ার আগে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করতে হবে : জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই এ নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সমস্ত স্টেকহোল্ডার ও জনগণের সাথে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে।


শুক্রবার (২৭ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন সাংবাদিক সালেহ নোমান।

সাকি বলেন, “বন্দর আধুনিকায়নের প্রয়োজনীয়তা রয়েছে, তবে তা জনগণের অংশগ্রহণ ছাড়া চাপিয়ে দিলে তা স্বৈরতান্ত্রিক সংস্কৃতিরই প্রতিফলন। কেন, কার স্বার্থে, কী কারণে বিদেশি অপারেটর নিয়োগ করা হচ্ছে—এ সম্পর্কে জনগণকে জানাতে হবে।”

তিনি আরও বলেন, “বন্দরের সমস্ত অবকাঠামো গড়ে উঠেছে জনগণের টাকায়, ফলে তাদের জানার এবং মত দেওয়ার অধিকার রয়েছে। আলোচনা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই একটি কার্যকর ও সমন্বিত পরিকল্পনা হতে পারে।”

মতবিনিময় সভায় নতুন বাংলাদেশে সাংবাদিকতার ভূমিকা নিয়েও বক্তব্য রাখেন জোনায়েদ সাকি। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা। ৫ আগস্টের পর দেশে গণতন্ত্রের চর্চা ও তথ্যপ্রবাহের সঠিক প্রতিফলনের জন্য মিডিয়া সংস্কার অপরিহার্য।”

তিনি বলেন, “বর্তমানে মিডিয়ায় ব্যবসায়ী গোষ্ঠীর একক নিয়ন্ত্রণ রয়েছে, যা সাংবাদিকতার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে। একাধিক মালিকানা ও সম্মানজনক বেতনভাতা নিশ্চিত করা গেলে মিডিয়া জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে।”

সংবিধান সংস্কার নিয়েও জোনায়েদ সাকি বলেন, “বাংলাদেশের সংবিধানেই ফ্যাসিবাদী কাঠামো তৈরির উপাদান রয়েছে। বিচার বিভাগ স্বাধীন না থাকলে এবং এক ব্যক্তির দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার সুযোগ থাকলে গণতান্ত্রিক কাঠামোও ফ্যাসিবাদে রূপ নেয়।”

তিনি জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে অনেক রাজনৈতিক দল এক ব্যক্তির প্রধানমন্ত্রিত্বের সময়সীমা নির্ধারণসহ বেশ কয়েকটি মৌলিক সংস্কারে একমত হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্রের স্থায়িত্ব ও দায়িত্বশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রামরাজনীতি

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রাম কাস্টমস হাউসে শাটডাউন: বন্ধ আমদানি-রপ্তানি, ব্যবসায়ীদের চরম ভোগান্তি

চট্টগ্রাম কাস্টমস হাউসে শাটডাউন: বন্ধ আমদানি-রপ্তানি, ব্যবসায়ীদের চরম ভোগান্তি

২৮ জুন, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের লাগাতার শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম কাস্টমস হাউসে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। দেশের প্রধান বাণিজ্যিক বন্দরে এর ফলে চরম অচলাবস্থা ও জটিলতা সৃষ্টি হয়েছে।শনিবার (২৮ জুন) সরেজমিনে চট্...