গরুর জন্য ঘাস কেটে এনে নদীতে গোসলে নেমেছিল শিশু ইসমত আরা মনি। তার সাথে তার বন্ধুরাও ছিল। বন্ধুরা উঠে আসলেও ইসমত আরা মনি আর ওঠেনি। নদীতে নিখোঁজের ২৩ ঘণ্টা পেরুনোর পর তার লাশ ভাসল সাঙ্গু নদীতে। রোববার বেলা সাড়ে ১১টায় দোহাজারীর সাঙ্গু রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় লাশ ভাসতে দেখেন নৌকা চালক। স্বজনদের খবর দিলে পরে মরদেহ উদ্ধার করা হয়।
১০ বছর বয়সী ইসমত আরা মনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড রায়জোয়ারা এলাকার কৃষক হামিদ হোসেনের ছোট মেয়ে। শিশু মনি সৈয়দ আহমেদ পারা মুক্তি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল বন্ধ থাকার কারণে দুপুরে সাঙ্গু নদীর পাড়ে বান্ধবীদের সঙ্গে গরুর জন্য ঘাস কাটতে যায় মনি। পরে গরমের কারণে বান্ধবীদের সঙ্গে সাঙ্গু নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সবাই গোসল করে উঠলেও মনি পানিতে তলিয়ে যায়। না পেয়ে বন্ধুরা পরিবারে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় জেলে এবং পরিবারের স্বজনরা উদ্ধারের চেষ্টা চালায়। পরে রোববার সকালে রেলওয়ে ব্রিজের পাশে নদীতে ভাসমান অবস্থায় মেয়েটিকে দেখতে পান নৌকা চালক। তারপর স্বজনদের খবর দিয়ে লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ নিহত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় দোহাজারী ফার্মেসী মালিক মৌলানা মো. আবদুল হাফেজ