আজ রোববার (২৯ অক্টোবর) বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সারা দেশে হরতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
হরতালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি। এ কারণে প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।
হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রাখলেও কর্তৃপক্ষ দাপ্তরিকভাবে (অফিশিয়ালি) বন্ধ ঘোষণা করেনি। ক্লাস-পরীক্ষা হবে কি না, এ ব্যাপারে আলাদা করে বিভাগকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আজ সকাল দশটা পর্যন্ত পাঁচটি বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া গেছে। বিভাগগুলো হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজনীতিবিজ্ঞান, সমাজতত্ত্ব, ইসলামিক স্টাডিজ ও আরবি।
বাস চলাচল না করলেও শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।