মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী জিয়াউল হাসান (২২) প্রকাশ জুয়েলকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি আবুল বশরকে (৬০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। রবিবার (১০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবুল বশর উপজেলার মিঠানালা ইউনিয়নের রাজাপুর এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গত ২৮ নভেম্বর নিহত জুয়েলের সঙ্গে মামলার আসামি আবুল বশরের অন্য সহযোগীদের বাকবিতন্ডা হয়। পরদিন ২৯ নভেম্বর রাতে রাজাপুর নতুন রাস্তার মাথায় দোকানে চা খাওয়ার সময় বশর ও তার সহযোগীরা জুয়েলকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা মো. আলমগীর বাদী হয়ে ৪ জন এজাহারনামীয় দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের বন্দর থানার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল বশরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জুয়েলকে কুপিয়ে হত্যা করে বলে জানায়। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, জুয়েল হত্যা মামলার ৪ নম্বর আসামি আবুল বশরকে রবিবার রাতে র্যাবের একটি দল থানায় হস্তান্তর করেছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।