চট্টগ্রামের মীরসরাইয়ে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির সামনের চার চাকা লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বর্তমানে ডাউনলাইনের সকল ট্রেনে আপলাইনের মধ্য দিয়ে চলাচল করবে এবং কুমিল্লা জেলার লাকসাম থেকে রিলিপ ট্রেন আসলে মালবাহী রেলগাড়ির চাকা উদ্ধার কাজ শুরু হবে।
সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, ‘মালবাহী রেলগাড়ির ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে ডাউনলাইনের সকল ট্রেন আপলাইন দিয়ে চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কুমিল্লা জেলার লাকসাম হতে রিলিফ ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে। ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী বগিগুলো খালি ছিল। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ বাকি বগিগুলো নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, রেললাইনের সমস্যার কারণে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে।’ তবে এটি কোনও নাশকতামূলক কর্মকাণ্ড নয় বলে দাবি করেন তিনি।