দলের নাম ব্যবহার করে কেউ ‘সন্ত্রাসী কর্মকাণ্ড, অসাদাচরণ বা অনৈতিক কাজে’ লিপ্ত হলে কোনো ধরনের রেহাই দেওয়া হবে না—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রিজভী বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—দলের নামে কেউ যদি সন্ত্রাসী, অনৈতিক বা সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়, ভিডিও বা অডিও প্রমাণ থাকলে আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং নেবো। এর কোনো ব্যত্যয় হবে না।”
তিনি জানান, সম্প্রতি কুড়িগ্রামের চিলমারীতে কমিটি গঠন নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দলে সহিংসতা চালানোয় সাঈদ হোসেন পাখি ও আবদুল মতির শিরিনকে সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া কুমিল্লা দক্ষিণে অস্ত্রবাজির অভিযোগে খোকন মিয়াকে, ভোলার তজুমদ্দিনে এক নেত্রীকে মারধরের ঘটনায় ইব্রাহিম হাওলাদারকে এবং ঢাকার মহাখালীতে নারী নির্যাতনের অভিযোগে যুবদল নেতা মুনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, “রাজনীতি করা মানুষ হিসেবে আমাদের আচরণ হতে হবে বিনয়ী ও মানুষের কল্যাণে নিবেদিত। রাজনীতিকের আদর্শ হতে হবে সমাজে অনুসরণীয়।”
তিনি আরও জানান, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ থেকে ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ইতোমধ্যে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিজভী বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা নিয়ে জিরো টলারেন্স নীতিতে আছেন। এ বিষয়ে কোনো আপস নেই।”
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।মাহফুজ আলম বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু, নাগরিক হিসা...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্...