বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের আইজিপি পাঁচজন বাংলাদেশিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ফেরত পাঠানোর কথা বললেও, উপদেষ্টা জানান— “যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা কেউই জঙ্গি নয়। মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “যাদের নাম মালয়েশিয়ার আইজিপি বলেছেন, তারা বাংলাদেশে ফেরত আসেননি। এখনো তারা সেখানেই আছেন বলে ধারণা করা হচ্ছে। আমাদের সরকারি পর্যায়ে তাদের বিষয়ে যোগাযোগের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় তদন্ত করা হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন— “বাংলাদেশে এখন কোনো জঙ্গিবাদ নেই। আপনারা (গণমাধ্যম) গত ১০ বছরে কোনো জঙ্গিবাদ সংক্রান্ত তথ্য দিয়েছেন? দেননি, কারণ এখন আর তা নেই।”
তিনি গণমাধ্যমের ভূমিকাকে প্রশংসা করে বলেন, “জঙ্গিবাদ দমনে গণমাধ্যমের ভূমিকা অসাধারণ ছিল। তাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।”
এ বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা কৌশলী উত্তর দেন— “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা অফিসিয়ালি এ নিয়ে কোনো বার্তা পাইনি। তবে যা-ই হোক, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই।”