বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬/৭/২০২৫, ২:০১:২৭ PM

বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের আইজিপি পাঁচজন বাংলাদেশিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ফেরত পাঠানোর কথা বললেও, উপদেষ্টা জানান— “যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা কেউই জঙ্গি নয়। মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “যাদের নাম মালয়েশিয়ার আইজিপি বলেছেন, তারা বাংলাদেশে ফেরত আসেননি। এখনো তারা সেখানেই আছেন বলে ধারণা করা হচ্ছে। আমাদের সরকারি পর্যায়ে তাদের বিষয়ে যোগাযোগের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় তদন্ত করা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন— “বাংলাদেশে এখন কোনো জঙ্গিবাদ নেই। আপনারা (গণমাধ্যম) গত ১০ বছরে কোনো জঙ্গিবাদ সংক্রান্ত তথ্য দিয়েছেন? দেননি, কারণ এখন আর তা নেই।”

তিনি গণমাধ্যমের ভূমিকাকে প্রশংসা করে বলেন, “জঙ্গিবাদ দমনে গণমাধ্যমের ভূমিকা অসাধারণ ছিল। তাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।”

এ বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা কৌশলী উত্তর দেন— “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা অফিসিয়ালি এ নিয়ে কোনো বার্তা পাইনি। তবে যা-ই হোক, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই।”

ক্যাটাগরি:
কভার নিউজজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

রাউজানে স্ত্রী-কন্যার সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে স্ত্রী-কন্যার সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

৬ জুলাই, ২০২৫

চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের উৎসবে মেতেছে দুর্বৃত্তরা। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একের পর এক রাজনৈতিক কর্মী খুন হয়ে চলেছে রাউজানে। নিহতদের বেশিরভাগ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী বলে জানা গেছে।সর্বশেষ আজ ৬ জুলাই (...

আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল, 'হায় হোসাইন' ধ্বনিতে মুখরিত বন্দরনগরী

৬ জুলাই, ২০২৫

কক্সবাজারে আশুরঘোনায় পাহাড় ধসে দুই বসতবাড়ি বিধ্বস্ত

৬ জুলাই, ২০২৫

আজ পবিত্র আশুরা

৬ জুলাই, ২০২৫

লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ব্যবসায়ী মহলে আতঙ্ক

৫ জুলাই, ২০২৫

চট্টগ্রামে বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) শিক্ষার্থীরা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্য নিরসন এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ২ নং গেইটে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ‘এই মুহুর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার’, ‘মেধার মর্যাদা রক্ষা করো’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি নিয়োগ কাঠামোয় ডিপ্লোমাধারীদের জন্য শতভাগ কোটা সংরক্ষণের ফলে বিএসসি ইঞ্জিনিয়াররা প্রতিযোগিতার বাইরে ঠেলে পড়ছেন। এটি শুধু বৈষম্য নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘ চার বছরের কঠোর পরিশ্রম ও মেধার প্রতি চরম অবমূল্যায়ন বলেও মন্তব্য করেন তারা। প্রকৌশল শিক্ষার্থীদের জানানো ৩ দফা দাবি হলো: ১. নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী) নিয়োগে মেধার ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা ও শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ নিশ্চিত করা। ২. দশম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) পদে সকল ডিগ্রিধারীর জন্য সমান সুযোগ রাখা। ৩. ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য আইন করে গেজেট প্রকাশ।

৫ জুলাই, ২০২৫