গত ১৪ই জুন বুধবার নগরীর কাজীর দেউরি মোড়ে ‘তারুণ্যের সমাবেশে’ ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ভেঙে ফেলা হয় চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে স্থাপিত খাস্তগির স্কুলের দেয়ালে জাতির পিতার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত ইতিহাস উল্লেখ করে ম্যুরাল ও মনীষীদের ছবি। অবশেষে মেরামতের কাজ শুরু হলো জামালখানে।
জাতির পিতা ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে খাস্তগির স্কুলের দেয়ালে জাতির পিতার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত ইতিহাস উল্লেখ করে ৫০টি গ্লাস ম্যুরাল স্থাপন করা হয়। বঙ্গবন্ধুর ম্যুরালও কয়েকটি ছিল। সেই সাথে সেন্টমেরিস স্কুলের দেয়ালে বরেণ্য মনীষীদের ছবি ছিল। কিন্তু ১৪ই জুন বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’কে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় নগরীর খাস্তগির স্কুলের দেয়ালে বঙ্গবন্ধুর ম্যুরালসহ অন্তত ৫০টি চিত্রকর্ম ভাঙচুর করা হয়।
আজ মেরামতের কাজ শুরু হয়েছে জামালখানে।মেরামতকর্মী জসিম সিটিজিপোস্ট কে জানান,
“মেরামতের কাজ আগামী তিন চারদিনে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে আগের যা আধভাঙ্গা ম্যুরাল আছে তা নামানো হবে, তারপর পুরো দেয়াল নতুন করে মেরামত করে পুনরায় নতুন করে বসানো হবে এই ম্যুরালগুলো”
জামালখানের মেরামতের কাজ শুরুতে আনন্দিত সাধারণ জনগণ। জামালখানে বন্ধুদের নিয়ে ঘুরতে আসা তরুণ মো:আসিফুর জানান, “প্রতিদিনই সন্ধ্যার পর এখানে আসা হয় আর আজকে এসে যখন দেখলাম মেরামতের কাজ শুরু হয়েছে মনে হচ্ছে জামালখান আবারও হয়ে উঠবে ইতিহাস ও সৌন্দর্যের সুন্দর একটি নিদর্শন।”