কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর এবার একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে বাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ নভেম্বর) রাত ৯টায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের ভেতর থাকা চার যাত্রী আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন। তবে তিনি আহতদের নাম পরিচয় জানাতে পারেননি। বেলায়েত হোসেন বলেন, ‘আনোয়ারা প্রান্ত থেকে টানেলের ভেতর দিয়ে পতেঙ্গার দিকে যাওয়া একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। এতে চার যাত্রী সামান্য আহত হয়। দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’
সিএমপির ট্রাফিক কর্মকর্তারা জানান, টানেল চালুর পর থেকে হরতাল-অবরোধ ছিল। এ কারণে দূরদূরান্ত থেকে লোকজন টানেল দেখতে আসতে পারেনি। শুক্রবার সরকারি বন্ধ এবং হরতাল-অবরোধ না থাকায় উৎসুক মানুষের প্রচণ্ড ভিড় ছিল। এমনকি টানেলের ভেতরে-বাইরে যানবাহনের দীর্ঘ চাপ ছিল। যা সামাল দিতে ট্রাফিক বিভাগকে নিয়মিত হিমশিম খেতে হয়।
টানেল কর্মকর্তারা জানান, গত রবিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে টানেল দিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে টানেলের ভেতর একের পর এক ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। যার মধ্যে রয়েছে কার রেসিং, টানেলের ভেতর গাড়ি থামিয়ে ছবি তোলা, নির্ধারিত গতিতে গাড়ি না চালিয়ে কমবেশি চালানো।