চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথের (৪৩) ঘুষিতে ফরেনসিক বিভাগের অফিস সহায়ক মো. ইলিয়াছ (৪৭) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৬ নভেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ইলিয়াছকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়।
নিহত ইলিয়াছ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন মৃত মো. আবুল হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরুল আলম আশিক বলেন, ‘রবিবার বিকাল ৫টায় চমেক হাসপাতাল মর্গের সামনে ফুটপাতে ইলিয়াছ এবং সমীরণ নাথের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সমীরণ ইলিয়াছকে ঘুষি দেয়। এতে গুরুতর আহত হন ইলিয়াছ। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হলে আজ তার মৃত্যু হয়।’
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথকে গ্রেফতার করা হয়েছে।’