চট্টগ্রাম নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে চকবাজার থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষ বন্ধ হলেও বর্তমানে কলেজে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন বলেন, জুনিয়রদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। পরে আবার সমাধান হয়ে গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার সিটিজিপোস্টকে বলেন, ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।