জাল ডকুমেন্ট বানিয়ে সোনা ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা কামরুল হুদার (৫০) বিরুদ্ধে মামলা করেন সোনা ব্যবসায়ী পরিমল ধর।
গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব কামরুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) (প্রসিকিউশন) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার কামরুল হুদা দুদকের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কুমিল্লা জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন উত্তর ধুরং ৮ নম্বর ওয়ার্ডের মদন মিয়াজী পাড়ার মৃত গোলামুর রহমানের ছেলে।
কামরুল হুদার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন সোনা ব্যবসায়ী পরিমল ধর। জাল ডকুমেন্ট বানিয়ে চাঁদা দাবির অভিযোগে এ মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পাঁচলাইশ থানা পুলিশ।