চট্টগ্রামের লোহাগাড়ায় ডিসের সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজয় দাশ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পদুয়া ইউনিয়নের স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজয় দাশ লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার মেঘনাথের ছেলে।
স্থানীয় লোকজন পদুয়া স্কুল রোড এলাকায় ডিসলাইনে কাজ করছিলেন অজয় দাশ। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সোহেল জানান, বুধবার দুপুর ১২টার দিকে অজয় নামে বিদ্যুৎস্পৃষ্টে আহত এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।