চট্টগ্রামের কোটিপতি পুলিশ কর্মকর্তা শাহ আলম। তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে এক কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
শাহ আলম কুমিল্লার মুরাদনগর থানার নহল গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি বর্তমানে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৬নম্বর রোডের ক্রাউন ভ্যালির বাসিন্দা। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ হিসেবে পদায়িত ছিলেন এবং বর্তমানে অবসরে রয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. এমরান হোসেন। মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের অবৈধ সম্পদ অর্জনের এক অভিযোগ অনুসন্ধানে পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা শাহ আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়। ২০২২ সালের ২৩ মে দুদকে সম্পদ বিবরণী জমা দেন শাহ আলম। দাখিল করা সম্পদ বিবরণীতে ৭১ লাখ ৫ হাজার ৬৫০ টাকার স্থাবর সম্পদ এবং এক কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৩৯৪ টাকার অস্থাবর সম্পদসহ ১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৯৫৪ টাকার সম্পদ অর্জনের এবং ১৬ লাখ ৯৭ হাজার টাকা ঋণ থাকার ঘোষণা দেন তিনি। নিয়ে পুলিশ কর্মকর্তা শাহ আলমের বিরুদ্ধে মামলার সুপারিশ করেন। পরে দুদক কমিশনের অনুমোদন নিয়ে আজ মামলাটি দায়ের করা হয়।