তিন দিন সাগরে ঘোরানোর পর ইন্দোনেশিয়া বলে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সাগরে ভাসিয়ে পালিয়েছে দালালচক্র। বৃহস্পতিবার ভোরে ট্রলারটি ভাসতে দেখে টেকনাফের মহেষখালী পাড়াঘাটে টেনে এনেছেন জেলেরা। এ ট্রলারে দেড়শ নারী-শিশুসহ রোহিঙ্গা ছিল।
টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি জহির আহমদ বলেন, সাগরে যাত্রীবাহী একটি মালয়েশিয়াগামী ট্রলার ভাসমান দেখে জেলারা টেনে কূলে এনেছেন। ট্রলারে দেড়শ মতো যাত্রী ছিল।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, প্রথমে ক্যাম্প থেকে বের হয়ে টেকনাফের একটি পাহাড়ে ৫ দিন রাখা হয়। সেখান থেকে ছোট নৌকা নিয়ে সাগরে থাকা ট্রলারে তুলে ইন্দোনেশিয়া নিয়ে যাওয়ার কথা বলে সাগরে তিন দিন ঘুরতে থাকে। একপর্যায়ে কূলের কাছকাছি এসে মাঝিমল্লারা ট্রলার রেখে পালিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘সাগরপথে মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার কূলে ফিরে আসার খবর শুনেছি। তবে এ বিষয়টি কোস্ট গার্ড দেখছেন।’
এ প্রসঙ্গে টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সোলেমান কবির বলেন, ‘এ ধরনের একটি সংবাদ আমরা পেয়েছি। আমার খোঁজ নিচ্ছি।’