সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্প্রতি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে গোপনে থাইল্যান্ডে পাড়ি জমান, এমন খবরে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় কীভাবে তিনি দেশ ছাড়লেন এবং কারা এতে সহযোগিতা করলেন—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আবদুল হামিদের ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার। বৃহস্পতিবার (১৫ মে) তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার পিতার শারীরিক অবস্থা ও দেশত্যাগের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। সঙ্গে সাবেক রাষ্ট্রপতির হুইলচেয়ারে বসা একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।
ফেসবুক পোস্টে তুষার লিখেছেন, “৮২-৮৩ বছর বয়সী একজন মানুষ, যিনি এখন ২ মিনিট দাঁড়াতে বা ২ ঘণ্টা বসে থাকতে পারেন না। ওজন কমে দাঁড়িয়েছে ৫৪ কেজিতে। নিজের প্যান্ট পরতেও কষ্ট হয়, তাই লুঙ্গি পরে থাকতে হচ্ছে। ডাক্তারদের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হয়েছে। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব শেষে নিজেই বলেছেন, রাজনীতিতে আর জড়াবেন না, এবং বাস্তবে তাই করছেন।”
তুষার আরও বলেন, “যেখানে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছে, সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি চিকিৎসা করাতে যেতে পারেন। কিন্তু এ বিষয়টিকে যেভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, তা অমানবিক এবং কল্পনাতীত।”
তিনি সমালোচকদের উদ্দেশে বলেন,“আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর লানত আমার ওপর পড়ুক। আর যারা মিথ্যা প্রচার করছে, তারা যদি আল্লাহর কাছে তওবা না করে, তবে তাদের ওপরও আল্লাহর লানত পড়ুক।” – বলে মন্তব্য