চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে “নতুন স্বাধীনতার স্বাদ” ফিরিয়ে পেয়েছে মানুষ: কাউছার শাহীন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১ নভেম্বর, ২০২৫

চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে “নতুন স্বাধীনতার স্বাদ” ফিরিয়ে পেয়েছে মানুষ: কাউছার শাহীন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মো. কাউছার শাহীন বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যেমন দেশ স্বাধীনতা অর্জন করেছে, তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে “নতুন স্বাধীনতার স্বাদ” ফিরিয়ে পেয়েছে মানুষ। তিনি বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ অর্জন করেছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি।”

সম্প্রতি প্রায় এক যুগ পর দেশে ফিরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় তিনি রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আরও বলেন, “বিএনপির নিশ্চিত বিজয় আঁচ করতে পেরে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

সৈয়দ কাউছার শাহীন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তৃণমূল বিএনপিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে ২০০৬ সালে নিউজার্সি বিএনপির সহ-সাধারণ সম্পাদক, ২০১০ সালে সাধারণ সম্পাদক এবং ২০২২ সাল থেকে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

দেশের মানুষ এবং বিএনপির জন্য ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ