স্বৈরাচারী শক্তির লকডাউন জনগণ মানবে না: আহছান উল্লাহ

সিটিজি পোস্ট প্রতিবেদক

পেকুয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

স্বৈরাচারী শক্তির লকডাউন জনগণ মানবে না: আহছান উল্লাহ

স্বৈরশাসকের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে পেকুয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের পেকুয়া উপজেলা আহ্বায়ক আহছান উল্লাহ।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে স্লোগানে মুখর হয়ে ওঠে পেকুয়ার প্রধান সড়কগুলো।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে আহছান উল্লাহ বলেন, “জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বৈরাচারী শক্তি আবারও লকডাউনের নাটক সাজিয়েছে। তবে পেকুয়ার মানুষ ভয় পায় না। আমরা রাজপথে আছি, থাকব— যতদিন না জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়।”

তিনি আরও বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে থাকে। কোনো অবৈধ সিদ্ধান্ত বা দমননীতি মেনে নেওয়া হবে না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, তবে অবস্থান দৃঢ়।”

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপূর্ণভাবে সম্পন্ন এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ