প্রায় দুই দশক পর প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি বৃহৎ জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯ জুলাই অনুষ্ঠেয় এই সমাবেশকে ঘিরে সারা দেশে দলীয় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও তৎপরতা।
জামায়াত সূত্রে জানা গেছে, 'ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ' হিসেবে বিবেচিত এই আয়োজনে অংশ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১২ থেকে ১৩ লাখ। ঢাকা মহানগরী ও আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ লাখ এবং দূরবর্তী জেলা থেকে আরও কয়েক লাখ সমর্থক যোগ দেবেন বলে দলটির প্রত্যাশা।
দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইতিমধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনি মঞ্চ নির্মাণ, নিরাপত্তা, স্যানিটেশন, পানীয় জল, চিকিৎসা, নামাজ ও অজুর জায়গাসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। সমাবেশ সফল করতে নিযুক্ত করা হয়েছে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও টেকনিক্যাল কর্মী।
মাঠজুড়ে থাকছে LED স্ক্রিন, অস্থায়ী টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা, এবং মোবাইল মেডিকেল ইউনিট। সমাবেশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বাড়ানো হয়েছে এবং ঢাকার প্রধান মোড়গুলোতে পোস্টার, ব্যানার ও লিফলেট বিতরণ চলছে।
জামায়াত এই সমাবেশকে ‘ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির মিলনমেলা’ হিসেবে দেখতে চায়। দলটির মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল ও জোটকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
তিনি বলেন, “আমরা চাই এই সমাবেশ একটি ঐক্যের বার্তা দিক। অতীতের কিছু কৌশলগত ভুল ছিল, এবার আমরা সবার সঙ্গে ঐক্য গড়তে চাই।”
মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন পেছানোর পক্ষে নই। কিন্তু চাই একটি সত্যিকারের লেভেল প্লেয়িং ফিল্ড যেখানে নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।”
তিনি বলেন, “নির্বাচনে কোনো কেন্দ্র দখল, ভোট কারচুপি কিংবা ইঞ্জিনিয়ারিং আমরা চাই না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাব।”
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।মাহফুজ আলম বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু, নাগরিক হিসা...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্...