প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আটক
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একজন সহকারী উপপরিদর্শকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দিঘি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত কর্মকর্তার নাম মো. আবদুল্লাহ আল মামুন (৪১)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম “খ” সার্কেল, পটিয়ার মোজাফফরাবাদে সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত।
অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া নগদ ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দুটি মাইক্রোবাস চট্টগ্রামের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ভাইয়ার দিঘি এলাকায় চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন দুটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে ড্রাইভারের সিটের নিচে রাখা ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাবের সদস্যরা জানান, ‘গ্রেফতারকৃত সহকারী উপপরিদর্শক মামুন তার পদমর্যাদার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। মাদক পরিবহনের সময় সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জ্যাকেট, ক্যাপ ও ওয়াকিটকি ব্যবহার করত, যাতে কেউ সন্দেহ না করে।’
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রদীপ দে বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
সিটিজিপোস্ট/জাউ




