রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার (১৯ জুলাই) রাজনৈতিক সমাবেশে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে দলটি যেসব দাবি উত্থাপন করবে, তা বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিকভাবে প্রয়োজনীয় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের বিচার ও শহীদ পরিবার পুনর্বাসন। আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (Proportional Representation - PR) চালু করা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে বিদেশ থেকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং স্থানীয় সরকার নির্বাচনব্যবস্থায় সংস্কার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতে ইসলামীর ওপর নানাভাবে রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এখন বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। এ কারণেই আমরা এই সমাবেশের উদ্যোগ নিয়েছি। সকল রাজনৈতিক শক্তিকেই আমন্ত্রণ জানানো হয়েছে।”
তিনি জানান, "সমাবেশ সফল করতে ইতোমধ্যে একটি কেন্দ্রীয় কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।"
ঢাকায় জনসমাগমের ফলে কিছুটা যানজট সৃষ্টি হতে পারে উল্লেখ করে পরওয়ার বলেন, “আমি আগেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ এবং দেশের কল্যাণেই কাজ করছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন, মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন এবং ইয়াছিন আরাফাত প্রমুখ।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।মাহফুজ আলম বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু, নাগরিক হিসা...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্...