চবি ছাত্রদল নেতা মামুন বহিষ্কার: চাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের অভিযোগ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৩ অক্টোবর, ২০২৫

চবি ছাত্রদল নেতা মামুন বহিষ্কার: চাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগের ভিত্তিতে চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে তার পদসহ আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এই সিদ্ধান্তে অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের মামুনের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে বহিষ্কারের নির্দিষ্ট কারণ সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রদল কিছু জানায়নি। সংগঠনের একাধিক সূত্র বলছে, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ার অভিযোগই মামুনের বিরুদ্ধে উঠেছে।

সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ আমলে বারবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েও ছাত্রদলের পক্ষে সক্রিয় ছিলেন মামুন।

কিন্তু সাম্প্রতিক কমিটিতে অনেক ত্যাগী কর্মীর নাম বাদ পড়ায়, তিনি ব্যক্তিগত অবস্থান থেকে কিছু স্বতন্ত্র প্রার্থীর পাশে দাঁড়ান। এ কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চবি ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটিতে সভাপতি হন মোহাম্মদ আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রামক্যাম্পাস