চট্টগ্রামের আনোয়ারায় বিষধর সাপের কামড়ে মুনতহা মুনছুর মাহি (১১) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, ভোরে নামাজ শেষে মাহি কোরআন শরিফ পড়ছিলো। এরপর বাংলা বই নিতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ এসে কপালে ছোবল দেয়। সাথে সাথে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু পথেই মাহি মারা যায়।
মাহি আনোয়ারা উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভিংরোল ইয়াসিন সওদাগরের বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে।
ঘটনার বিষয়ে শিশুটির চাচা মো. নাইম জানান, ছোবলের পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার দ্রুত অবনতি ঘটে।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে পথেই তার মৃত্যু হয়।
সিটিজি পোস্ট/এইচএস
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকিব চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একই গ্রামের বাসিন্দা, প্রয়াত আব্দুল আজিজের বড় ছেলে।পরিব...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
১৮ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকিব চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক...