আনোয়ারা–কর্ণফুলীতে সাংবাদিকদের সঙ্গে এনসিপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময়
কৃষিবান্ধব, শিল্পবান্ধব আনোয়ারা গড়ার আশ্বাস
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৯ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রিদুয়ান হৃদয়ের সঙ্গে আনোয়ারা ও কর্ণফুলীতে কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদদাতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কালাবিবির দিঘিস্থ একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় এনসিপি নেতা রিদুয়ান হৃদয় বলেন, “আমরা ৭১-কে ধারণ করি, ২৪-কে ধারণ করি; তবে ৭১ ও ২৪–এর চেতনা বিক্রি করে যারা ব্যক্তিস্বার্থে পকেট ভারি করেছে, তাদের ঘৃণা করি। জুলাইয়ের অভ্যুত্থান এসব চেতনা–ব্যবসায়ীদের কবর রচনা করেছে। আগামীর বাংলাদেশ তরুণ–যুবক ও নতুন প্রজন্মের বাংলাদেশ। তরুণ প্রজন্ম নেতৃত্বে এলে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আনোয়ারা–কর্ণফুলী অঞ্চলকে শিল্পবান্ধব ও কৃষিবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার ব্যাপক উন্নয়ন ঘটানোই আমার লক্ষ্য।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, জাতীয় যুব শক্তি আনোয়ারা উপজেলা সংগঠক সৈয়দ মামুনুর রশিদ
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সমন্বয় কমিটির সদস্য কাজী জাবেদ, আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান, কর্ণফুলী সমন্বয় কমিটির সদস্য আরফিন সুমন, যুবশক্তি দক্ষিণ জেলার সংগঠক ইশতিয়াকুল ইসলাম জয় প্রমুখ।




