আনোয়ারায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৬ নভেম্বর, ২০২৫

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। স্থান পাওয়া স্টলে বিভিন্ন ধরনের পশু, পাখি, প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) আনোয়ারা পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় এসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
পরে অতিথিরা প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে স্টলগুলো পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হন।
সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সমরঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে ও উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা দোলন কান্তি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ সালাউদ্দিন তানভীর, ভেটেরিনারি সার্জন পূরবী বড়ুয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ আতিয়ার রহমান ও চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।
সভা শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করে অতিথিরা। পরিদর্শন শেষে অংশ গ্রহণকারী ৩০টি স্টলকে পুরুষ্কার এবং সনদ প্রদান করা হয়। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে রয়েছে নানা আনুষ্ঠানিকতা।




