জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের সংগঠক ও পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রকল্পে অনিয়মের অভিযোগ এনেছেন দলটির জেলার প্রস্তাবিত কমিটির এক যুগ্ম আহ্বায়ক মো. রাসেল।
শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাসেল অভিযোগ করেন, গুইমারা বাজারের ইজারা শেয়ারের মাধ্যমে লাভ হওয়া ৯ লাখ ২৫ হাজার টাকার মধ্যে তাকে মাত্র ২৫ হাজার টাকা দিয়েছেন মনজিলা ঝুমা। অথচ পুরো প্রক্রিয়ায় তার সক্রিয় ভূমিকা ছিল।
“বিষয়টি আমি মেনে নিতে পারি নাই,” — বলেন রাসেল। তিনি আরও দাবি করেন, “উনি (ঝুমা) জেলা পরিষদের সদস্য হয়ে সব প্রকল্প নিজের নামে নিয়েছেন। জনগণের বরাদ্দকৃত টাকা নিজের কাজে ব্যবহার করছেন। তিনি এনসিপির স্বার্থে কাজ করছেন না।”
রাসেল জানান, তিনি এনসিপির কেন্দ্রীয় সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিষয়টি জানালে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে মনজিলা ঝুমা বলেন, “সে (রাসেল) আমাদের দলে একজন সাধারণ কর্মী মাত্র। তার সঙ্গে আমার কোনো আর্থিক লেনদেন হয়নি। অভিযোগটি ভিত্তিহীন ও মিথ্যা।”
তিনি অভিযোগ করেন, “২১ জুলাই আমাদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেটি বানচাল করতেই কিছু লোক ষড়যন্ত্র করছে। রাসেল অন্য রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেই ফেসবুকে তার পোস্ট অন্যদলীয় নেতাকর্মীরা শেয়ার করছে।”
মনজিলা ঝুমা আরও জানান, “এই অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই। আমি আইনি ও সাংগঠনিকভাবে এর জবাব দেব।”
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।মাহফুজ আলম বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু, নাগরিক হিসা...
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী গড়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গোপালগঞ্জের বহু মানুষ আ. লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্...