খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পটিয়ায় বৈষম্য বিরোধী'র দোয়া মাহফিল
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসা মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তালহা রহমানের আহবানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সেনাম মাহমুদ, তায়েম, শাহী, ওমর আদনান, সাব্বির আহমেদ, আলামিন মেরাজ, মিজানুর রহমান, রিয়াজ উদ্দীন খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের সংগঠক তালহা রহমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা দেশের সকল গণতন্ত্রকামী মানুষেরই প্রত্যাশা।”
দোয়া মাহফিলে দেশ, জাতি এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।




