পটিয়ায় চোলাই মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৪

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৫ নভেম্বর, ২০২৫

পটিয়ায় চোলাই মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। এর মধ্যে ৩০ লিটার চোলাই মদসহ তিনজন এবং ১৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) কুসুমপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম থানামহিরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুসুমপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম থানামহিরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পটিয়া থানা পুলিশ। এসময় জনৈক মোঃ নজরুলের পুকুরের পশ্চিম পাড়ের ফাঁকা জায়গা থেকে ৩০ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোঃ রফিক (৫৪), মোঃ সিরাজুল ইসলাম (৫০), মোঃ আলী আকবর (৫০)।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে উপজেলার পূর্ব রতনপুর প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ উদ্দিন (২০) কে গ্রেফতার করা হয়। তিনি বোয়ালখালীর করলডেঙ্গা এলাকার রমজান আলীর পুত্র।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ