আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না। জবাবে ইসি সানাউল্লাহ বলেন, “কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে কি না, সেটা সময় বলে দেবে।”
অর্থাৎ আওয়ামী লীগের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না দলটি। আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ না করলেও স্থগিত থাকা দলের বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করেন নির্বাচন কমিশনার।
প্রসঙ্গত, ‘‘গত মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।’’
সিটিজি পোস্ট/ এসএইচএস
৬ সেপ্টেম্বর, ২০২৫
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নাম, পদবী কিংবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচার করছে।এ বিষয়ে সেনাবাহিনী তাদের ফেসবুক পেইজে জানায়, "সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।তারা...
৬ সেপ্টেম্বর, ২০২৫
৫ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নাম, পদবী কিংবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচার করছে।এ বিষয়ে সেনাবাহিনী তাদের ফেসবুক পেইজে জানায়, "সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনু...